উপজেলা পটভূমি
সিংগাইর উপজেলা (মানিকগঞ্জ জেলা) আয়তন: ২১৭.৫৬ বর্গ কিমি। অবস্থান: 23°45´ থেকে 23°50´ উত্তর অক্ষাংশ এবং 90°04´ থেকে 90°15´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মানিকগঞ্জ সদর ও ধামরাই উপজেলা, দক্ষিণে নবাবগঞ্জ উপজেলা ও কালীগঙ্গা নদী, পূর্বে সাভার উপজেলা ও ধলেশ্বরী নদী, পশ্চিমে মানিকগঞ্জ সদর উপজেলা ।
জনসংখ্যা : পুরুষ- ১,৪০,৮৩৪জন, মহিলা- ১,৪৬,৬১৭জন, মোট = ২,৮৭,৪৫১জন
জলাশয় প্রধান নদী: কালীগঙ্গা ও ধলেশ্বরী উল্লেখযোগ্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS