মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সর্ব দক্দষিনে কালীগঙ্গগা নদীর তীরে প্রত্যন্ত এলাকার 8/10টি গ্রামের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় 1994 সালে প্রতিষ্ঠিত হয়। 01/01/1994 তারিখ নিম্নমাধ্যমিক 01/01/1995 তারিখ নবম শ্রেণী খোলার একাডেমিক অনুমতি, 01/01/1997 তারিখ হতে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত হয় এবং 01/01/1998 তারিখে মাধ্যমিক বিদ্যালয় স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়ের ওয়েজ আর্নারের আর্থিক সহয়তায় 6 কক্ষ বিশিষ্টএকটি দ্বিতল ভবন, 3 কক্ষ ও 5 কক্ষ বিশিষ্ট 2টি টিনের ঘর আছে। 1টি খেলার মাঠ ও 1টি পুকুর আছে। বিদ্যালয়ের সামনে একটি মনোরম ফুলের বাগান বিদ্যালয়ের সৌন্দর্য্য বধন করছে। বিদ্যালয় আঙ্গীনায় ফলজও বনজ বৃক্ষ আছে।
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সর্ব দক্দষিনে কালীগঙ্গগা নদীর তীরে প্রত্যন্ত এলাকার 8/10টি গ্রামের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় 1994 সালে প্রতিষ্ঠিত হয়। 01/01/1994 তারিখ নিম্নমাধ্যমিক 01/01/1995 তারিখ নবম শ্রেণী খোলার একাডেমিক অনুমতি, 01/01/1997 তারিখ হতে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত হয় এবং 01/01/1998 তারিখে মাধ্যমিক বিদ্যালয় স্বীকৃতি লাভ করে।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
6ষ্ঠ | 52 | 60 | 112 |
7ম | 46 | 47 | 93 |
8ম | 47 | 51 | 98 |
9ম | 31 | 46 | 77 |
10ম | 46 | 37 | 83 |
মোট | 222 | 241 | 463 |
নাম |
পদবী |
মোবাইল |
1।মোহাম্মদ ইউনুস |
সভাপতি |
01714039140 |
2। মোঃ রফিজ উদ্দিন সরকার |
সদস্য সচিব |
01812378470 |
3। মোঃ আবুল কাশেম মিয়া |
প্রতিষ্ঠাতা |
01717097948 |
4। মোঃ রুহুল আমিন |
কো-অপ্ট |
01715068736 |
5।মো: শাহজাহান মিয়া |
দাতা সদস্য |
01820141917 |
6। মোঃ শহিদুল ইসলাম |
শিক্ষক প্রতিনিধি |
01734-900055 |
7। মো: আলমগীর হোসেন |
শিক্ষক প্রতিনিধি |
01735151735 |
8। মোঃ আলী হোসেন |
অভিভাবক |
01913409493 |
9।মোঃ হামিদুর রহমান |
অভিভাবক |
01911057628 |
10। মোঃ আলম হোসেন |
অভিভাবক |
01911798393 |
11। আবুল কালাম |
অভিভাবক |
01911451390 |
12। রাশেদা ইয়াসমিন |
মহিলা অভিভাবক |
|
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | কৃতকার্য |
2014 | 74 | 57 |
2015 | 54 | 54 |
2016 | 56 | 51 |
2017 | 58 | 57 |
2018 | 85 | 75 |
2008 সনে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে একজন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
এসএসসি- 2009, 2010, 2015 সালে শতভাগ পাশ, জেএসসি- 2015 সালে শতভাগ পাশসহ 2018 সালে মানিক গঞ্জ জেলা পর্যায়ে নবাযন যোগ্য জ্বালানী দক্ষতা ও সংরক্ষণ উপস্থিত বক্তৃতায় 1ম স্থান অজৃন করেন।
স্তর পরিবর্তন দ্বাদশ শেণি ও আদশৃ বিদ্যালয় হিসেবে পরিণত করা।
সিংগাইর হইতে বাস যোগে সিরাজপুর বাজার অথবা হেমায়েতপুর হইতে সিরাজপুর বাজার এবং বাবু বাজার হইতে পাড়াগ্রাম বাজার।
1) মোঃ সেলিম হোসেন
2) নাঈম ইসলাম
3) মাহাবুবা ফেরদৌস বিথী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস