সিঙ্গাইর উপজেলা ১৯৮২ সালে সর্বপ্রথম উন্নিত উপজেলা হিসাবে যাত্রা শুরু করে। প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে জনাব লস্কর আবুল কালাম ০৭-১১-১৯৮২ ইং তারিখ থেকে দায়িত্ব পালন করেন। সে সময় থেকে অদ্দবধি উপজেলা প্রশাসন গতিশীলভাবে দায়িত্ব পালন করে আসছে।
উপজেলার নামকরণঃ
সিংগাইর নামকরণে সমীক্ষাই দেখা যায় সাংস্কৃত ‘ শৃঙ্গরের (শৃঙ্গী+বের) শব্দ থেকে রুপান্তরিত হয়ে সিংঙ্গাইর’ শব্দটির উৎপত্তি।
বুৎপত্তিগত বিশেস্নষণে ‘শৃঙ্গবের’ শব্দটির রূপামত্মর ধরো এরূপঃ শৃঙ্গবের>শিঙ্গু এর > সিঙ্গুএর> সিঙ্গাইর। ‘শৃঙ্গবের’ শব্দটির অপভ্রংশ ‘সিঙ্গুএর’ থেকে ‘সিংগাইর’। ‘শৃঙ্গবের’ এই মূল শব্দটির অর্থ গুহক চন্ডালের নগর। রামায়নে উলেস্নখিত গুহক (গুিহ্+ক) অর্থ নিষাদরাজ (চন্ডাল ও জেলে) । হিন্দু পুরানে উলেস্নখিত চন্ডাল ( চাঁড়াল ) অর্থ নিম্নশ্রেণীর হিন্দু সম্প্রদায়।তইি বলা যায় , এখানে কারণ আদিবাসী নিম্ন শ্রেনীর জনবসতি ছিল বলে এর নাম ‘‘সিঙ্গাইর’’ হয়েছে। বর্তমানে কেউ কেউ ‘ সিংগাইর ’ ও লিখা থাকে।
সিংগাইর ও সন্নিহিত অঞ্চলের অধিকাংশে লোক দ্রাবিড় বংশোদ্ভব বলে পরিদৃষ্ট হয়। হাজার হাজার বছর পূর্বে, মধ্য এশিয়া থেকে আগত আর্যদের উন্নত শাসন ব্যবস্থা ও সংস্কৃতির নিকট ক্রমান্বয়ে পরাজিত দ্রাবিড়গণ, উপমহাদেশের দক্ষিণ ও দূর্গম পূবাঞ্চলে সরে আসে। হিজরতকারী দ্রাবিড়গণের একাংশ এই অঞ্চলে বসতি স্থাপন করেন। তাদেরই অধস্তন বংশধরেরা বর্তমান সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে সিংগাইর ও সন্নিহিত অঞ্চলে বসবাস করছেন। এতদঞ্চলের জনপদের প্রাচীনত্ব উল্লেখিত সূত্র থেকে অনুমান করে নেয়া যায়। উপজেলা সদরের দুই মাইল পশ্চিমে চাড়াভাংগা নামক গ্রামে কিছু আদিম জাতীয় অধীবাসীদের অস্তিত্ব এখনো দেকা যায়। স্থানীয় ভাষায় এরা ‘বইনা’ (অর্থাৎ চমার কৃষ্ণবর্ণ) বলে আখ্যায়িত। এরা আদিম কাল বা ঐরূপ কোন জাতির বংশধর বলে মনে করা হয়। দ্রাবিড় বংশোদ্ভব ব্যতীত আর্য ও সেমিটিক শোণিতবাহী অধিবাসীগণ যুগে যুগে বিভিন্ন শোণিতের সংমিশ্রণে এসে তাদের নিজস্ব দৈহিক সৌষ্ঠব ও চারিত্রিক বৈশিষ্ঠ্য অক্ষ্মুন্ন রাখতে পারেনি। এখানে উল্লেখিত দ্রাবিড় ভেডডিডদের রক্তসম্ভত। কেউ আবার বাঙালিদের সঙ্গে অস্ট্রিকদের সাদৃশ্য খুজেছেন। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয়। তবে সিংগাইরে প্রায় হাজার বছর ধরে মানুষ বাস করে আসছেন এমন ধারণা করা যেতে পারে।
তথ্য পঞ্জি:
১। ভাষা আন্দোলন ও শহীদ রফিক- সৈকত আসগর
২। বাংলা পিডিয়া( ১০ খন্ড) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
৩। ব্যবহারিক বাংলা অভিধান - বাংলা একাডেমী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস